পাকিস্তানে মাদ্রাসায় শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭, আহত ৭০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জন। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পেশাওয়ারের দির কলোনির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, পেশোয়ারের দির কলোনির মাদ্রাসায় প্রতিদিনের মতো আজ সকালেও কোরাআনের ক্লাস চলছিল। এসময় বিস্ফোরণে শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জন নিহত হন। এছাড়া ৭০ জন আহত হন।

পুলিশ জানায়, বিস্ফোরণে ভবনটির প্রার্থনার সামনের অংশ পুরোপুরি ধসে পড়েছে। বিভিন্ন স্থানে শুধু ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন। কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগে কিছু বিস্ফোরক ছিল। আর সেই বিস্ফোরক থেকেই এই ঘটনা ঘটেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর