মদ্যপ হয়ে রাতে ১০ দেহরক্ষী নিয়ে এলাকায় চক্কর দিতেন ইরফান

হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম মদ পানের পর রাতে এলাকায় ঘোরাঘুরি করতো বলে জানা গেছে। এসময় তার সঙ্গে থাকতো ৩ লাখ টাকায় কেনা ২টি বিদেশি কুকুর ও ৮ থেকে ১০ জন দেহরক্ষী।

ইরফানের ভয়ে এতদিন চুপ থাকলেও তার বাসায় র‌্যাবের অভিযানের পর মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা।

চকবাজার বড় কাটরার স্থানীয় ২ বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানান, হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম রাতে মদপান করতো। ৩ লাখ টাকায় কেনা ২টি বিদেশি কুকুর নিয়ে প্রায় সময় রাতে রাস্তায় ঘোরাঘুরি করতো। সেসময় তার সঙ্গে থাকতো দেহরক্ষীরা। কাউন্সিলরকে রাস্তায় মদ্যপ অবস্থায় দেখার পর কারও কিছু বলার সাহস ছিল না।

তারা আরও জানান, ইরফান বিদেশে লেখাপড়া করেছে। তার কালচারটা বিদেশি বিদেশি ছিল। এজন্য রাত হলেই সে মদের মধ্যে থাকতো।

এর আগে নৌবাহিনীর এক কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় গতকাল সোমবার গ্রেফতার করা হয়েছে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর