শিশুর রাগ কমানোর ৫ উপায়

শৈশবে সব শিশু একরকম হয় না। কোনো শিশু বেশি রাগী, কোনো শিশু কম রাগী। শিশুরা বিভিন্ন কারণে কান্না বা রাগ করে, তাকে শান্ত করতে অভিভাবকরা বিভিন্ন কৌশল অবলম্বন করেন। যেমন কোন আকর্ষনীয় খেলনা হাতে দেওয়া, টিভির সামনে বসিয়ে দেয়া, মোবাইল ফোনে র্কাটুন দেখানো ইত্যাদি। এছাড়া আরও কিছু সহজ উপায় আছে, যা করলে শিশুর রাগ-কান্না কমে যায়।

আসুন জেনে নেই শিশুর রাগ কমানোর ৫ উপায়…

১. শিশু যখন রেগে যাবে বা কান্না করবে, তখন নিজেকে শান্ত রাখুন। এতে করে শিশু নিজে নিজেই চুপ হয়ে যাবে এবং আপনার কথা শুনবে।

২. শিশুকে যখন জড়িয়ে ধরবে তখন শিশুর রাগ কমে যাবে।

৩. শিশুর প্রশংসা করলে খুশি হয়। সে সময় রেগে গেলেও সহজেই শান্ত হয়ে যায় শিশু।

৪. শিশু রেগে গেলে বা কান্না করলে তাদের আদর করে গান শোনাতে পারেন।

৫. শিশুকে স্পর্শ করলে বা বুকে জড়িয়ে ধরে থাকলে শান্ত থাকে।

তাই শিশুর কান্না বা রাগ কমাতে উল্লেখিত উপায় গুলো ব্যবহার করুন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর