রিফাত হত্যা : অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ

দেশজুড়ে আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মামলার রায় আজ (মঙ্গলবার)। আর এ রায় ঘোষণা করবেন বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

নিহত রিফাতের বাবা ছেলে হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু তাদেরই শাস্তি চান। তিনি বলেন, আদালতের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় ঘোষণা করবেন আমি মাথা তা পেতে নেব। আমার বিশ্বাস- যারা আমার ছেলে হত্যায় জড়তি শুধু তারাই শাস্তি পাবে।

রিফাতের বোন ইসরাত জাহান মৌ বলেন, প্রাপ্তবয়স্ক ছয় আসামির মতো ভাইয়ার খুনিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এটাই আমার চাওয়া। ভাই তো আর ফিরে আসবে না। তবে ওর খুনিদের উপযুক্ত শাস্তি হলে আমরা একটু শান্তি পাবো।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর