প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ঘাটাইলে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি

ঢাকের তালে, কাশার বাজনা, সিদুর খেলা, আরতীর মধ্য দিয়ে সোমবার বিকালে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৪টি ইউনিয়নে ৪৭টি পুজা মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব।

শান্তিনগর সার্বজনীন হরি মন্দির প্রাঙ্গনের প্রতিমা করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পৌর এলাকা প্রদক্ষিন শেষে পৌর এলাকার চান্দসী পুকুরে বিসর্জন দেওয়া হয়।

অপর দিকে ঘাটাইল দক্ষিনপাড়া পুজামন্ডপের প্রতিমা পোদ্দার পুকুরে নেচে ঢাক বাজিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়।

এ সময় দর্শনার্থী পৌরসভার চান্দসী পুকুরের চারিদিকে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিমা বিসর্জন দেখেন।এবার দেবী দুর্গা গজে আগমন, দোলায় গমন করেন।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর