ফরিদপুরে বিল থেকে একজনের লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্য থেকে সেকেন্দার মোল্যা (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দার নাগদার বিলের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সেকেন্দার উপজেলার চরকান্দা গ্রামের মৃত আ. আজিজ মোল্যার ছেলে। সেকেন্দারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে ভাঙ্গা থানা পুলিশ।

নিহতের পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যার পর বিলের মধ্যে ফেলে রাখে কে বা কারা।

ভাঙ্গা থানার এসআই আজাদ বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা সেকেন্দারকে গত রাতে হত্যা করে লাশ বিলের মধ্যে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের রির্পোট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী জানায়, স্থানীয় কয়েকজন মুসলমান জেলে সোমবার দুপুরের পর মাছ ধরতে ঐ বিলে যান। জাল পাতার সময় তারা একটি লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে স্থানীয়রা চরকান্দা গ্রামের সেকেন্দারের লাশ বলে শনাক্ত করেন।

স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়া বলেন, সেকেন্দার মোল্যা কয়েক লাখ টাকার দেনা ছিলেন। দেনাদারের ভয়ে প্রায় দুই মাস ধরে আত্বগোপনে থাকেন। মাঝে মধ্যে রাতে এসে পরিবারের সাথে দেখা করে রাতেই চলে যায় সেকেন্দার। সম্ভবত কে বা কাহারা তাকে মেরে ফেলে যান।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর