বিজেপি সরকারের সাবেক মন্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। কয়লা ব্লক বন্টন দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সোমবার তাকে এ দণ্ড দেন দেশটির বিশেষ সিবিআই আদালত।

সাবেক মন্ত্রী দিলীপ রায় ছাড়াও আরও দুইজনকে এই মামলায় তিন বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও দণ্ডিতদের প্রত্যেককে ১০ লাখ রুপি করে জরিমানা ঘোষণা করেন বিশেষ বিচারক ভারত প্রশা।

বিজেপির অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কয়লা বিষয়ক মন্ত্রী দিলীপের বিরুদ্ধে ১৯৯৯ সালে ঝাড়খন্ড রাজ্যের কয়লার ব্লক বন্টন সংক্রান্ত একটি মামলায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার পর বাজপেয়ীর এনডিএ সরকার সিবিআইকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেয়।অভিযোগের সত্যতা পেলে তাকে গ্রেফতার করা হয়।

-আনন্দবাজার পত্রিকা

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর