সাভারে হেরোইনসহ মাদকসম্রাট আটক

ঢাকার সাভারে ৫০০ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাট সুলতানকে (৩২) আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ।

এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক আলমগীর জানান, সাভার মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সাভারের উলাইল এলাকার আল মাদানি রেস্তোরাঁর সামনে থেকে পাচঁশত পুরিয়াসহ সুলতান নামের চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক সুলতানের বিরুদ্ধে ইতোপূর্বে ৫টি মাদক মামলাসহ ধামরাই থানায় একটি ডাকাতির মামলা চলমান রয়েছে।

আটক সুলতান ধামরাই উপজেলার রৌহা গ্রামের জনৈক রহমত আলীর পুত্র বলে জানায় পুলিশ।

এব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান, আটকের পর ওই মাদক ব্যবসায়ীকে (সোমবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি এএফএম সায়েদ।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর