সমাবেশে হঠাৎ অসুস্থ, হাসপাতালে জাফরুল্লাহ

জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে উপস্থিত হন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ (সোমবার) দুপুরে মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের আয়োজনে সাংবাদিক নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সমাবেশ চলাকালে তিনি অসুস্থ বোধ করেন।

এরপর অসুস্থতার মাঝেই তিনি চেয়ারে বসে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন, পরে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ধানমন্ডি নগর গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীর চেকআপ করেন প্রফেসর ডা. নজিব মোহাম্মদ। মূলত তিনি লো পেশার হওয়ার কারণে শারীরিক দূর্বলতা অনুভব করেছেন। তবে বর্তমানে হাসপাতালে বিশ্রামে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর