আগুনমুখা নদীতে ফেরি চালুর দাবিতে রাঙ্গাবালীতে মানববন্ধন

আগুনমুখা নদীর কোড়ালীয়া-পানপট্টি নৌরুটে ফেরি চালুর দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ‘রাঙ্গাবালীবাসী’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে উপজেলা সদরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে রাঙ্গাবালীবাসীর যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন – সংগঠনের আহবায়ক জাওয়াদুল কবির প্রিতম, বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্দার আলম ও স্থানীয় সমাজসেবক অরুন চৌকিদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, একটি ফেরির আভাবে সড়ক পথে রাঙ্গাবালী উপজেলা জেলা থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ফেরি না থাকায় এখানকার প্রায় দুই লাখ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ভয়াল আগুনমুখা নদী স্পিডবোট অথবা নৌকায় পারাপার হতে হয়। এ বছরে স্পিডবোট দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে।

ভবিষ্যতে প্রাণহানি যেন না হয়, সেজন্য অতিদ্রুত ফেরি চালুর দাবি জানান তারা।

বার্তা বাজার/ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর