শেরপুর পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ

আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় মনোননয়ন ফরম বিতরণ করা হয়েছে। এ সময় মেয়র পদে ২ জন এবং কাউন্সিলর পদে ২১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাতে শেরপুর বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহন করতে আগ্রহীরা তাদের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা, সদস্য সচিব শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার, বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, আসিফ রব্বানী সানভি, শহর বিএনপির সদস্য সচিব ফিরোজ আহম্মেদ জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা আফতাব হোসেন তালুকদার, আব্দুল মোনায়েম, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আশরাফুদ্দৌলা মামুন, শফিকুল ইসলাম সফিক, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য জাহাঙ্গির আলম, কাউসার আহম্মেদ কলিন্স, মামুনুর রশিদ আপেল, জিয়াউর রহমান জিয়া, আরিফুল ইসলাম আরিফ, শামিম হোসেন, আসিফ, জাকারিয়া হোসেন বাকী, মহিলা ও কৃষক দলের নেতৃবৃন্দ।

পৌরসভার মেয়র পদে সাবেক মেয়র জানে আলম খোকার পক্ষে নেতাকর্মীরা ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু নিজে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

১নং ওয়ার্ড কাউন্সিলর পদে আবু সাঈদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর পদে আপেল মাহমুদ, বেলাল সরকার, ফজলু পোদ্দার, লিয়াকত আলী বাবলু, গোলাম মোস্তফা মিন্টু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে গোলাম রব্বানী, মো. বিপ্লব, জহির উদ্দিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে পলাশ সরকার, শহিদুল ইসলাম, জাহিদুর রহমান টুলু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে সাহাবুল ইসলাম, আশিকুর রহমান আসিফ, মিঠু খান, সাইফুল ইসলাম বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে জাকারিয়া মাসুদ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, সোহানুর রহমান লাবলু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে ফিরোজ আহম্মেদ জুয়েল ও খন্দকার সোহেল রহমান মনোনয়ন ফরম উত্তোলন করেন। এছাড়া ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির দলীয় ফরম কেউ উত্তোলন করেননি।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নুরুন্নাহার বেগম, আঞ্জুয়ারা বেগম ও ফরিদা ইয়াসমিন এই তিন নারী দলীয় মনোয়নপত্র উত্তেলন করেছেন। দলীয় সুত্রে জানা যায়, আগামী ২৮ অক্টোবর বুধবার প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দিবেন।

শেরপুর পৌর বিএনপির আহবায়ক ফিরোজ আহম্মেদ জুয়েল জানান, এবার সম্মিলিতভাবে জনপ্রিয়দেরকে দলীয় মনোনয়ন প্রদান করা হবে। এছাড়া তাদের বিজয় নিশ্চিত করতে দলের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর