রাঙ্গাবালীতে ফেরি চালুর দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

“আর কোন দাবি নাই, রাঙ্গাবালী ফেরি চাই” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে উপজেলার বাহেরচর বাজারে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলাকে সড়ক পথে যোগাযোগ সৃষ্টির লক্ষ্যে কোড়ালীয়া-পানপট্টি নৌ-রুটে ফেরি চালুর দাবিতে ছাত্রলীগের এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জল।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ জাকারিয়া জাবের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ মাহমুদ, ছাত্রনেতা জিসান উদ্দিন রাব্বী,জিন্নাহ মিয়াসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শিবলী বলেন, আমাদের রাঙ্গাবালী উপজেলার সাধারণ মানুষের প্রানের দাবি কোড়ালীয়া-পানপট্টি নৌ-রুটে ফেরি। আমি জননেত্রী শেখ হাসিনা ও ১১৪ পটুয়াখালী ৪ আসনের এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ দাবি পূরণে সুদৃষ্টি কামনা করছি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর