মেঘনা নদীতে লাফ দিয়ে শিশু নিখোঁজ, উদ্ধার ৩

মেঘনার পানিতে লাফ দিয়ে খেলার সময় জোয়ারে ভেসে গেছে হৃদয় হোসেন (১২) নামে এক শিশু। এ সময় তার সাথে থাকা ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হৃদয়কে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা কাজ করছেন।

আজ সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ হৃদয় তরদ্দি এলাকার রফিক উল্যার ছেলে।

জানা যায়, নিখোঁজ হৃদয়সহ ৪ শিশু সকালে নদীর পাড়ের উচুঁ জায়গা থেকে নদীতে লাফ দিয়ে খেলছিল। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা ৪ জন পুনরায় মেঘনা নদীতে লাফ দেয়। এ সময় জোয়ারের কবলে পড়ে তারা ভেসে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয়রা তাদের মধ্যে ৩ জনকে উদ্ধার করতে পারলেও হৃদয় ভেসে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর