১২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল শুরু

দীর্ঘ ১২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে পরীক্ষামূলকভাবে ২টি ফেরি চলাচল শুরু করেছে। নাব্য সংকটের কারণে ১২ দিন বন্ধ ছিল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল।

গতকাল রোববার বিকেল থেকে ফেরি চলাচল আবারও শুরু হয়।

জানা যায়, বিকেলে পদ্মা সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের মাঝ দিয়ে কাঁঠালবাড়ি ফেরিঘাট থেকে ফেরি কিশোরী স্বল্পসংখ্যক পরিবহন নিয়ে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া শিমুলিয়া থেকে কুমিল্লা ফেরিটি ছেড়ে আসে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে। ২টি ফেরিই বিকল্প চ্যানেল দিয়ে নির্বিঘ্নে কোনোরকম বাধা ছাড়াই ২ ঘাটে গিয়ে পৌঁছে।

কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আলিম মিয়া জানান, বিকল্প চ্যানেল দিয়ে ২টি ফেরি পরীক্ষামূলক চালু করা হয়েছে। তবে পুরোপুরিভাবে ফেরি চলাচল কবে থেকে শুরু হবে সেটা বলা যাচ্ছে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর