প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি বন্ধ রাখার নির্দেশ

কোভিড-১৯ দ্বারা সংক্রমণজনিত কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে অব্যাহত রয়েছে সরকারি কলেজ ও হাইস্কুলের এবং উপজেলা মাধ্যমিক কর্মকর্তাদের বদলি।

রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত এই আদেশ জারি করে অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

এই আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ দ্বারা সংক্রমণজনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সবধরনের বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন হবে। এমতাবস্থায় করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বদলি কার্যক্রম বন্ধ রাখার জন্য আদেশে অনুরোধ করা হয়।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর