অনুদানের সিনেমার টাকা নিয়ে নয়-ছয়, টোকন ঠাকুর গ্রেফতার

কবি ও পরিচালক টোকন ঠাকুরকে সরকারি অনুদানের সিনেমা তৈরী করে নির্ধারিত সময়ে জমা না দেওয়ায় গ্রেফতার করেছে পুলিশ। ‘কাঁটা’ শিরোনামে সিনেমা তৈরী করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তাকে অনুদান দেওয়া হয়েছিল। আজ (রোববার) রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ওসিশ ম কাইয়ুম। তিনি জানান, টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য আজ রাত ৮টার দিকে আমরা তাকে গ্রেফতার করেছি। তিনি এখন থানায় আছেন। কাল সকালে তাকে আদালতে পাঠানো হবে

উল্লেখ্য, ‘কাঁটা’ শিরোনামে সিনেমা তৈরির জন্য সরকারি অনুদান নিয়েছিলেন টোকন ঠাকুর। কিন্তু নির্ধারিত সময়ে সিনেমা জমা দেননি তিনি। এজন্য কবি ও পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে মামলা করেছিল তথ্য মন্ত্রণালয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর