মিঠামইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের সরকারি অনুদান

কিশোরগঞ্জের মিঠামইনে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১ জন ও আহত ৯ জনের পরিবারকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি মিঠামইনের ইউএনওকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামি ৭ কার্যদিবসের মধ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে অগ্নিদগ্ধ হয়ে আহত ৯ জনকে ১০ হাজার করে ও নিহত এক জনের পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেয়া হয়েছে।

গতকাল শনিবার (২৪ অক্টোবর) মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের হাজীপুর গ্রামের আবদুস সালামের বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৪ নারী, দুই শিশুসহ ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৮ জনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ঢাকায় পাঠানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর