পোশাক রফতানিতে ৫শতাংশ ভর্তুকির দাবি

আগামী অর্থবছরের বাজেটে পোশাকের রফতানি মূল্যের ওপর ৫শতাংশ ভর্তুকির দাবি জানিয়েছে পোশাক শিল্পের রফতানিকারকদের শীর্ষ সংগঠন-বিজিএমইএ। সোমবার (২৭ মে) রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এর যৌথ সংবাদ সম্মেলনে সব রফতানিবাজারের জন্য এ সুবিধা ৫ বছরের জন্য অব্যাহত রাখার দাবি তাদের।

সংগঠনের সভাপতি ড. রুবানা হক পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জানান, গেলো এক মাসে ২২টি কারখানা বন্ধ হয়ে গেছে। পোশাক শিল্পের ক্রান্তিলগ্নে সহায়তা না পেলে এ শিল্প মুখ থুবড়ে পড়বে।

এছাড়া কর্পোরেট কর হার ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করাসহ আসছে বাজেটের জন্য ১৪ টি সুপারিশ তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর