যশোরে কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা (৫০) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি হলেন, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের পাচু মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা (৫০)। তিনি বর্তমানে কাঠ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, গতকাল রাতে পাওনা আদায়ের কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি গোলাম মোস্তফা।

নিহতের ছেলে হাবিবুর রহমান বলেন, আব্বা কোনো রাজনৈতিক দল করতো না। কী কারণে হত্যার শিকার হলো, বুঝতে পারছি না।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে সনাক্ত করে ধরার চেষ্টা চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর