পটুয়াখালীতে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুযা ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামের আমিনুল গাজী (৫০) ওরফে দীলিপ গাজীর হত্যার ৩৬ ঘন্টা পর প্রধান আসামী শ্বশুরসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এব্যাপারে আজ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ আলীসহ পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত ২২অক্টোবর আমিনুল গাজী (৫০) ওরফে দীলিপ গাজী খুন হয়। মৃতের স্ত্রী কাবিবা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৭।

মামলার সুত্র ধরে গত ৩৬ঘন্টা বিভিন্ন এলাকা থেকে শ্বশুর অনোয়ার প্যাদ্যা(৫৫), ভাইয়ের মেয়ে জামাই নিজাম, আনোয়ার নামে এই ৩জনকে গ্রেফতার করে। আজ রবিবার আসামীদের কলাপাড়া কোটে হাজির করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মাদ মইনুল হাসান পিপিএম।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর