টেকনাফে মাদক বিক্রির ১৬ লাখ টাকা ও ৪৬ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৫ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ নবী হোছন (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫। এসময় জব্দ করা হয়েছে মাদক বিক্রির ১৬ লাখ ১৩ হাজার ৬শ টাকা।

আজ শনিবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক ব্যক্তি টেকনাফ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার ঝির আহমদের ছেলে।

তিনি জানান, র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের এক দল র‍্যাব সদস্য ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিনের ব্যাগসহ নবী হোছনকে আটক করে। এসময় পলিথিনের ব্যাগ তল্লাশী করে ৪৫ হাজার ৯৭০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১৬ লাখ ১৩ হাজার ৬শ টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিকে জব্দকৃত মাদক ও টাকাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর