বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড নিয়ে নেমেছে ভারত

ভারত-বাংলাদেশের প্রস্তুতি পর্বের শেষ দিন মঙ্গলবার (২৮ মে) কার্ডিফে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল ও বিরাট কোহলির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এর আগে ভারত নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটে হারে।

স্বভাত কারনেই দিশোরা কোহলিরা। বিশ্বকাপের আগে একটি জয় চায় টিম ইন্ডিয়া।অন্যদিকে প্রথম ম্যাচটি খেলতে পারেনি বাংলাদেশ।তাই মাশরাফিরাও মরিয়ে জয় পেতে।সুতরাং আজকের ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও অনেকটা ফাইনালি লড়াই হবে দুদলের মধ্যে এতে কোনো সন্দেহ নেই।অন্যদিকে ভারত-বাংলাদেশের লড়াই সবসময় একটা অন্যরকম আমেজ কাজ করে।যেটা গতকাল সাইফউদ্দিনের কণ্ঠেও ভেসে উঠেছে।

এক নজরে দেখে নিন কোন এগারো জনকে নিয়ে মাঠে নামতে পারে ভারত-

ভারতের সম্ভাব্য একাদশঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি ও রবীন্দ্র জাদেজা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর