চলমান বৃষ্টি চলে গেলেই আসতে পারে শীত

সারাদেশে আজও (শনিবার) বিক্ষিপ্তভাবে বর্ষণ হচ্ছে। আগামীকাল এই পরিস্থিতি পরিবর্তন হয়ে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী মাসে দেশে রয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও।

আজ (শনিবার) সকালে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন।

তিনি জানান, এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীতের প্রকোপ চলে আসবে। অক্টোবর-নভেম্বর মাস ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এরকম দুই-একটা হওয়ার সম্ভাবনা আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর