দেশে ফিরছেন না ৩৬০০ কোটি টাকা পাচারকারী সেই পি কে হালদার

বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচারের অভিযোগ নিয়ে বিদেশে অবস্থান করা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) আগামীকাল দেশে আসছেন না।

আগামীকাল (রোববার) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল তার।

এর আগে ২১ অক্টোবর হাইকোর্ট থেকে তাকে দেশে ফেরার অনুমতি দিয়ে নির্দেশ দেয়া হয় যেন বিমানবন্দর থেকেই তাঁকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ থেকে আরও আদেশ দেয়া হয়, দেশে ফিরে কারাগারে আইনের হেফাজতে থেকে যাতে পি কে হালদার পাওনাদারদের টাকা পরিশোধে সহযোগিতা করতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে।

আদালতে পি কে হালদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর