ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করায় সুদানের জনগনের বিক্ষোভ

ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করায় সুদানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে রাজপথে নেমেছে দেশটির জনগন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির রাজধানী খার্তুমে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

তারা সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান।

বিক্ষুদ্ধ জনগন ইসরায়েলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন। তারা বলেন, “আমরা আত্মসমর্পণ করব না, এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।” সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকায় আগুন দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর