নারী গাড়ি চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে সরকার: সেতুমন্ত্রী

নারী চালকেরা পুরুষের তুলনায় ট্রাফিক আইনের প্রতি বেশি অনুগত তাই সড়কে দুর্ঘটনা কমাতে সরকার নারী চালক তৈরির সুযোগ বাড়াচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কে দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা অডিট চলছে বলেও জানান তিনি।

আজ শনিবার, ব্র্যাক ও বিশ্বব্যাংক আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, ৩০০ কিলোমিটার রাস্তা অডিটের আওতায় আছে। শেষ হয়েছে ৫০০ কিলোমিটার। মহসড়কের পাশে বিশ্রামাগার তৈরিরও উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বের মত বাংলাদেশেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে রোড সেফটি অডিট চালু হয়েছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর