অ্যাটর্নি জেনারেল হিসেবে সম্মানি নেননি ব্যারিস্টার রফিক-উল হক

না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইন বিষয়ে সরকারকে সহযোগিতা করেছেন সুপ্রিমকোর্টের বর্ষীয়ান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর এই ৯ মাস রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তথা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে কোনো সম্মানী নেননি সদ্য প্রয়াত এ আইনজীবী। এমনকি পেশাগত জীবনেও জড়াননি কোন রাজনৈতিক দলে সঙ্গে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর