প্রেসিডেন্টস কাপের ফাইনালে থাকছেন না বিদেশি কোচরা

বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে মাঠে দেখা যাবে না বিদেশি কোচদের। আজ (শুক্রবার) রাতেই দেশে ফিরে যাচ্ছেন রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসন এবং রায়ান কুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলমান প্রেসিডেন্টস কাপের ফাইনাল। তবে বৃষ্টি এবং আবহাওয়ার কথা বিবেচনা করে তা পিছিয়ে নিয়ে যাওয়া হয় ২৫ অক্টোবর। যে কারণে ফাইনালে থাকা হচ্ছে না বিদেশি কোচদের। যেখানে মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ এবং নাজমুল একাদশ।

পূর্ব নির্ধারিত সূচিতে ফাইনাল মাঠে গড়ালে, তা দেখেই দেশে ফিরতেন ডমিঙ্গো-কুকরা। এমন অবস্থায় ২৫ তারিখের ফাইনালে মাহমুদউল্লাহ একাদশের সঙ্গে থাকা হচ্ছে না দলটির কোচ ওটিস গিবসন।

দেশে ফিরলেও আসন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগেই ফিরে আসবেন তিনজোনই। বিসিবির সূত্র জানায়, ‘ওটিস, রাসেল এবং রায়ান শুক্রবার রাতে দেশে ফিরে যাচ্ছেন, টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই ফেরার কথা রয়েছে তাদের।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর