অবশেষে খবিরের জমানো ৬ মন কয়েন জমা নিচ্ছে ব্যাংক

অবশেষে মাগুরার ক্ষুদ্র ব্যবসায়ী খবিরের জমানো ছয় মন টাকার কয়েন জমা নিচ্ছে সোনালী ব্যাংক। ইতোমধ্যে ব্যাংকটি খবিরের জমানো কয়েনগুলো জমা নিতে শুরু করেছে। এজন্য মাগুরার মহম্মদপুর সোনালী ব্যাংক শাখায় একটি ব্যাংক হিসাব খোলা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত খবিরের কাছ থেকে তিনহাজার টাকা জমা নিয়েছে ব্যাংক। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন এক হাজার টাকার কয়েন জমা দিতে পারবেন ব্যবসায়ী খবির।

এদিকে খুচরা টাকার কয়েন ব্যাংকে জমা দিতে পেরে খুশি খাইরুল ইসলাম খবির। সম্প্রতি গণমধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে ৬০ হাজার টাকার ছয় মন কয়েন নিয়ে বিপাকে পড়েন মাগুরার মহম্মপুরের বাসিন্দা খাইরুল ইসলাম খবির। সংবাদ প্রকাশের পর অবশেষে তার জমানো কয়েনগুলো জমা নিতে শুরু করেছে সোনালী ব্যাংক।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর