বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে, গ্রামকে এখন শহর মনে হয়: তোফায়েল

বাংলাদেশের উন্নয়নের ধারা অগ্রগতি রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ। আজ ভোলা সদরের ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের
লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়নের অবস্থা দেখলে এখন গ্রামকে শহর মনে হয় বলেও তিনি জানান।

ভোলা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তা, মানুষের মুখে হাসি, মানুষের আয় ক্ষমতা বেড়েছে। এসব কাজ বর্তমান সরকারের সফলতা। এ উন্নয়ন ধারা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘ধনিয়া ইউনিয়টি মেঘনা নদীর কোল ঘেঁষা। ইউনিয়নটি নদী ভাঙনের মুখে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসি ব্লক বাঁধ স্থাপনে বরাদ্দ দেন। তাই এ এলাকা এখন ভাঙন থেকে রক্ষা পেয়েছে।’

ভোলা-বরিশাল সেতু নির্মাণ হলে ভোলা বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা হবে বলে আশা প্রকাশ করেন তোফায়েল। তিনি উপস্থিত নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে সৎভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর