মাদক বিরোধী অভিযানে সাতক্ষীরায় আটক ২৫

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে। এসময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পযর্ন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ৮ জন, কলারোয়া থানা থেকে ২ জন, কালিগঞ্জ থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ১ জন, শ্যামনগর থানার থেকে ৭ জন, দেবহাটা থানা থেকে ১ জন সহ মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর