গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত, আহত দুই

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে এক প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে চালক শাহিন মোল্লা (৩০) নিহত এবং দুই যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটনা।

নিহত শাহিন মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে। আর আহত হয়েছেন নন্দন দত্ত (২৩) ও কার্ত্তিক মন্ডল (২৪) নামের দুই ব্যক্তি। এখনও আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মলয় রায় জানান, ওই প্রাইভেটকারে ভাঙ্গা থেকে দুইজন যাত্রী নিয়ে খুলনা যাচ্ছিলেন।

তাদের প্রইভেটকারটি উপজেলার ধূসর ব্রিজের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ তিনজন আহত হন।

আহত চালক শাহিন মোল্লা, দুইযাত্রী নন্দন দত্ত এবং কার্ত্তিক মন্ডলসহ তিনজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাইভেটকার চালক শাহিন মোল্লার মৃত্যু হয়।

পরে আহত নন্দন ও কার্ত্তিককে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই মলয় রায় আরও জানান, পরিবারের সদস্যদের কাছে চালক শাহিনের লাশ হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর