শুভ জন্মদিন ফুটবল সম্রাট ‘কালো মানিক’ পেলে

কে সর্বকালের সেরা ফুটবলার? এই প্রশ্নের একমাত্র উত্তর জেনে কোনদিনই মিলবার নয়! ব্রাজিলিয়ান সমর্থকদের নজরে যেখানে পেলে এগিয়ে সেখানেই আর্জেন্টাইন ভক্তরা মনে করে থাকেন ম্যারাডোনা এগিয়ে, অনেকেই আবার এই দুই কিংবদন্তির মাঝে নিয়ে আসেন হালের লিওনেল মেসিকেও!

সে যায় হোক সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিতে কার্পণ্য করলেও ফুটবলার হিসেবে পেলে অন্য যে কারোর চেয়ে বেশ এগিয়ে ছিলেন সে কথা কিন্ত নিঃসন্দেহে মুখে না হলেও অন্তরে-অন্তরে সবাই এক বাক্যে মেনে নেবেই। আজ সেই কালো মানিক খ্যাত ফুটবল সম্রাটের ৮০তম জন্মদিন।

আজ থেকে ঠিক ৮০ বছর পূর্বে ১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের সাও পাওলো শহরের ট্রেস কোরাকয়েসের এক বস্তিতে জন্মগ্রহণ করেছিলেন পেলে। তাঁর মা-বাবা নাম রেখেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের সঙ্গে মিল রেখে। পেলের পুরো নাম এডসন অরান্তেস দো নাসিমেন্তো। অবশ্য বস্তির বন্ধুরা পেলেকে চিনত ডিকো নামে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর