এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল বানিয়েছিলেন ব্যারিস্টার রফিক: ডা. জাফরুল্লাহ

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল বানাতে ব্যারিস্টার রফিক-উল হক অগ্রনী ভূমিকা পালন করেছিলেন বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে সংকটাপন্ন সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টারল রফিকুল হককে দেখে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, একটা ইতিহাস আমাদের সবার জানা উচিত। প্রেসিডেন্ট এরশাদকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করেছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। ব্যারিস্টার রফিক-উল হক যখন অ্যাটর্নি জেনারেল হতে রাজি হলেন, তাকে আমিও কিছুটা প্রভাবিত করেছিলাম। এরশাদকে আইনের প্রতি আনতে ব্যারিস্টার রফিক-উল হকের অবদান ছিল।

এ সময় আদ-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর