সুযোগ পেয়ে হোল্ডারের বাজিমাত, রাজস্থানের লড়াকু পুঁজি

মিচেল মার্শের ইনজুরিতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ডাক পান ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। তবে দলে ডাক পেলেও একাদশে সুযোগ মিলছিলনা তার। অবশেষে কেন উইলিয়ামসনের ইনজুরিতে আজ রাজস্থানের বিপক্ষে একাদশে সুযোগ পান তিনি। আর খেলতে নেমেই দারুণ বোলিংয়ে বাজিমাত করেছেন হোল্ডার। তাতেই রাজস্থানকে ১৫৫ রানের নিজেদের সামর্থ্যের মধ্যেই আটকে দিয়েছে হায়দরাবাদ।

টসে হেরে এদিন ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেছিলেন রাজস্থানের দুই ওপেনার স্টোকস ও উথাপ্পা। তবে সেই জুটি খুব একটা দীর্ঘ হতে দেননি হোল্ডার। দারুণ থ্রোতে দলীয় ৩০ রানে উথাপ্পাকে ফিরিয়ে ভাঙেন জুটি।

এরপর ওয়ানডাউনে নেমে দারুণ খেলতে থাকা স্যামসনকে ব্যক্তিগত ৩৬ রানে দারুণভাবে বোল্ড করে নিজের প্রথম উইকেট তুলে নেন হোল্ডার। আরেক ওপেনার স্টোকসকে ফেরান রশিদ খান। বাটলারকে ব্যক্তিগত ৯ রানে ফেরান বিজয় শঙ্কর। অধিনায়ক স্মিথকে থিতু হতে দেননি হোল্ডার। তবে শেষদিকে পরাগের ১২ বলে ২০ ও আর্চারের অপরাজিত ৭ বলে ১৬ রানে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে রাজস্থান।

হায়দরাবাদের হয়ে ৪ ওভার বোলিংয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন হোল্ডার। ১ টি করে উইকেট নেন বিজয় শঙ্কর ও রশিদ খান।

সংক্ষিপ্ত স্কোর:
রাজস্থান রয়্যালস ১৫৪/৬(২০)
স্যামসন ৩৬(২৬), স্টোকস ৩০(৩২)
হোল্ডার ৩/৩৩, শঙ্কর ১/১৫।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর