ঘানায় গীর্জার ভবন ধসে ১৭ জনের মৃত্যু

পূর্ব ঘানায় একটি গীর্জার ৩ তলা ভবন ধসে পড়ে ১৭ ধর্মীয় উপাসক নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে এখনও বিশাল এই ধ্বংসস্তুপের নীচে অনেকেই আটকে আছে। আজ (বৃহস্পতিবার) আকিয়েম বাতাবি শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সেখান থেকে বেঁচে ফেরা একজন জানিয়েছেন, ধসে পড়ার সময় গির্জাটির ভেতরে ৬০ জনের মতো মানুষ ছিল।

দেশটির পূর্বাঞ্চলীয় মন্ত্রী এরিক দারফুর বলেন, ‘উদ্ধার হওয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কতজন আটকা পড়েছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। কী কারণে গির্জায় ধসের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে গির্জার প্রতিষ্ঠাতা ধর্মগুরু ইসাক অফোরি পুলিশকে দদন্ত কাজে সহযোগিতা করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর