আফগানিস্তানে মসজিদে বিমান হামলায় ১১ মাদ্রাসা শিক্ষার্থী শিশুর মৃত্যু

আফগানিস্তানের উত্তরের প্রদেশ তাকারের রাজধানী তালুকানে এক মাদ্রাসায় বিমান হামলায় ১১ শিশু ও ১ ইমামসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আফগান সরকারের দাবি, ওই হামলা ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। ওই প্রদেশে তালেবানের হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তাকর্মী মারা যাওয়ার পর এই বিমান হামলার ঘটনা ঘটে।

জান যায়, হামলার সময় হতাহতরা সবাই মসজিদে ছিল। হতাহতদের বেশির ভাগই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর