ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত

ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেলে শহরের পোষ্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান। সেই সাথে ধর্ষকদের দ্রুত শাস্তি কার্যকরের দাবী জানান। সমাবেশ শেষে নারী নির্যাতন প্রতিরোধে একটি র‌্যালী বের করা হয়।

উক্ত সমাবেশে সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর