বঙ্গোপসাগরে লঘুচাপ: মোংলা বন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বৃহস্পতিবার ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

সেই সাথে বয়ে যাছে ঝড়ো হাওয়াও। আকাশ মেঘে ঢাকা অন্ধকার ও প্রচন্ড বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে গেছে। স্বল্প সময়ে অতি বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পৌর শহরের বিভিন্ন নিম্না ল এলাকায়। ধুম বৃষ্টিতে ঘর থেকে বের হতে না পারায় রাস্তাঘাট দোকানপাট খালি অবস্থায় রয়েছে।

ভারী বর্ষণে হুমকির মুখে পড়েছে এখানকার কয়েক হাজার চিংড়ি ঘেরও। তবে বৃষ্টিপাত আরো বাড়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে হওয়ার আভাশ দিয়েছেন আবহাওয়া অফিস।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর