অতিরিক্ত আলু মজুদ: হিমাগার মালিক-ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় হিমাগারে অবৈধভাবে আলু মজুদ রাখা ও বেশি দামে বিক্রির দায়ে হিমাগার মালিক এবং ব্যবসায়ীকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রোমানা রিয়াজ ও নাছিম রেজা। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে আলু মজুদ করে রাখার অপরাধে কৃষি বিপণন আইন-২০১৮ এর ১৯ (১)(ঠ) ধারা অনুযায়ী শাজাহানপুরে টিএমএসএসের কোল্ড স্টোরেজকে ৫০ হাজার, বেতগাড়ির আশরাফিয়া কোল্ড স্টোরেজের একজন পাইকারি ব্যবসায়ীকে অধিক মূল্যে বিক্রির অপরাধে ৫ হাজার এবং একই অপরাধে অপর এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর