ভারতকে ধসিয়ে দিতে ইনজামামের হাতে আছে শক্তিশালী ২টি অস্ত্র

দু’জনেই পাকিস্তানের প্রথম সারির ব্যাটসম্যান। প্রথম জন ওপেনার। আর অপর জন ব্যাট করতে আসেন তিন নম্বরে। সেই ফখর জামান ও বাবার আযমকে নিয়েই বিশ্বকাপে ভাল ফল করতে আশাবাদী পাকিস্তান।

পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক বলছেন, ‘‘বিশ্বকাপে পাকিস্তান দলের অন্যতম ‘গেমচেঞ্জার’ (যে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে) ফখর।’’

আর বাবর আযম সম্পর্কে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বলছেন, ‘‘বাবর আযম হল পাকিস্তানের বিরাট কোহালি। যে ধারাবাহিক ভাবে রান করে যায় পাকিস্তানের হয়ে।’’

এই দুই অস্ত্রকে নিয়েই বিশ্বকাপে ভারত জয়ের স্বপ্ন দেখছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে ইনজামামও বলছেন, ‘‘ফখর-বাবরদের এই পাকিস্তান হয়তো ফেভারিট নয়। তবে ১৯৯২ সালের মতো জাদু দেখাতেই পারে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ছিনিয়ে আনতে পারে প্রথম জয়।’’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর