করোনায় আক্রান্ত জার্মানির স্বাস্থ্যমন্ত্রী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান। গতকাল বুধবার (২১ অক্টোবর) দেশটির সময় বিকেল ৫টার পর জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র হান্নো কাউটজ গণমাধ্যমকে বলেছেন, মন্ত্রী সকালে সভার বৈঠকে ছিলেন। সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই উপস্থিত ছিলেন। কিন্তু বিকেলে তার সর্দি দেখা দেয়। পরে পরীক্ষা করে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। তিনি এখন আইসোলেশনে আছেন।’

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, স্পানের জ্বর এসেছে। ঠান্ডাও লেগেছে। মন্ত্রিসভার অনেকের সঙ্গেই মঙ্গল এবং বুধবার তার মিটিং ছিল বলে সবাইকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

জার্মানিতে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে ৫১ জন করোনা ভাইরাসে আক্রান্ত। সংখ্যাটি যখন ৫০ ছিল, তখন থেকেই দেশের সব জায়গায় নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর