করোনার দ্বিতীয় ঢেউ, ভয়ংকর পরিস্থিতি ইউরোপে

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ইউরোপের দেশগুলো। ইতালি, স্লোভেনিয়া, নেদারল্যান্ডস, গ্রিস, রাশিয়া ও যুক্তরাজ্যে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে।

ইতালিতে একদিনে ১৫ হাজারের বেশি, নেদারল্যান্ডসে সাড়ে ৮ হাজারের বেশি, স্লোভেনিয়ায় দেড় হাজারের বেশি, যুক্তরাজ্যে একদিনে ২৬ হাজারের বেশি এবং ইরানে ফেব্রুয়ারির পর থেকে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৫ হাজার ৬শ’র বেশি শনাক্ত হয়েছে।

পশ্চিম ইউরোপে স্পেনেই প্রথম মোট শনাক্ত ১০ লাখ ছাড়াল। ফ্রান্সে শনাক্ত প্রায় ১০ লাখ।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পাহন করোনায় আক্রান্ত হয়েছেন।

ইতালির লাৎজিও অঞ্চল এবং রোমে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারির ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গ্রিসের উত্তরাঞ্চলীয় কাস্টোরিয়া প্রদেশেও শুক্রবার থেকে লকডাউন জারি করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের আইওয়া, মিনেসোটা, মন্টানা এবং উইসকন্সিনে রেকর্ড সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর