স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ওই এ্যাম্বুলেন্সে স্ত্রীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বামী নেওয়াজ মিয়ার (৫০) লাশ ঢাকা থেকে বাড়ি নিয়ে যেতে পথে লাশবাহী ওই এ্যাম্বুলেন্সেই মারাগেলন স্ত্রী পেয়ারা বেগম (৪০)।

স্বজনদের বরাত দিয়ে ফরিদ হোসেন জানান, তিনদিন আগে দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে তার মৃত‌্যু হয়।

বুধবার (২১ অক্টোবর) স্বামী নেওয়াজ মিয়ার লাশ এ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকা থেকে টাঙ্গাইল আসার পথে সন্ধ্যা সারে ৭টার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় স্ত্রী পেয়ারা বেগম অচেতন হয়ে পড়েন। পরে ওই এ্যাম্বুলেন্স করে রাত ৮টার দিকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত দম্পতির বাড়ি সখীপুরের দাড়িয়াপুর মাজারপাড় এলাকায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, তিনদিন আগে নেওয়াজ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার দুপুরের দিকে তিনি মারা যান। তখন স্ত্রী পেয়ারা বেগম হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীও মারা গেছেন।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামীর লাশ নিয়ে হাসপাতালে থেকে বাড়ি ফেরার পথে স্ত্রীও মারা গেছেন।

বার্তা বাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর