শার্শা নাভারন খাদ্যগুদামে সরকারিভাবে ধান ক্রয়ের শুভ উদ্বোধন

মোঃ লোকমান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারন খাদ্য গুদামে (সোমবার ২৭শে মে)সকাল ১১ টায় প্রান্তিক চাষীদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে(প্রতি মণ ১০৪০ টাকা)বোরো ধান সংগ্রহ ২০১৯ -এর শুভ উদ্বোধন করা হয়েছে।যশোর শার্শা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা নির্বাহী আফিসার পুলক কুমার মন্ডল,উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ,নাভারণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারূজ্জামান,জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল,শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,শার্শা উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল,সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।প্রান্তিক চাষীদের কয়েকজন চাষীকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তারা খুশিমনে জানান,সরকার এই ভাবে বোরো ধান ক্রয় করলে আমাদের জমি চাষে ফসল ফলাতে আরও আগ্রহ বেড়ে গেল।শেখ হাসিনার সরকার চাষীদের প্রতি এইভাবে নজর দিলে চাষীরা জমি চাষে আর লোকসানে পড়বেনা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর