এই সেতুতে উঠলে সাঁকো লাগে, রাস্তা জুটেনি সেতুর ভাগে!

মুন্সিগঞ্জের গজারিয়ায় সংযোগ সড়ক না থাকায় পাকা সেতুতে উঠতে দরকার পড়ছে বাঁশের সাঁকোর। সেতু নির্মাণ হয়েছে ৬ বছর হলো। জরাজীর্ণ হয়ে গেলেও পায়নি রাস্তার দেখা। অদ্ভুত এই সেতুটি অবস্থিত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া ও জামালপুর গ্রামের সংযোগস্থলের খালের ওপর।

জানা যায়, ২০১৪-২০১৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের অর্থায়নে ২২ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। কিন্তু এখনো দুই পাশে সংযোগ সড়ক মেরামত না করায় ভোগান্তির শেষ হচ্ছে না এলাকাবাসীর। গুয়াগাছিয়া, জামালপুর, শিমুলিয়াসহ চার গ্রামের মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

এলাকাবাসী জানান, দীর্ঘ ছয় বছর আগে ব্রিজটি নির্মাণ করা হলেও দুই পাশে অ্যাপ্রোচ নির্মাণ করা হয়নি। দুই পাশেই বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন সব বয়সী মানুষ। এই পথে যাতায়াতকারী বৃদ্ধ, অসুস্থ রোগী ও শিশুদের দুর্ভোগের শেষ নেই। এই রাস্তা দিয়ে চার গ্রামের মানুষ চলাচল করে। ব্রিজের সংযোগ সড়ক সংস্কারের কোনো পদক্ষেপ নেই। ফলে চরে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছি না।

দীর্ঘদিন ব্রিজটির সংযোগ সড়ক জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে মেরামত না করায় সাবেক সদ্যপ্রয়াত মেম্বার নিজ উদ্যোগে পারাপারের জন্য ব্রিজের সঙ্গে বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন।

তবে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী বলেন, ছয় বছর আগে দুই গ্রামের সংযোগ খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। সে সময় একটা সমস্যা ছিল ব্রিজটির দুই পাশে নিচু ছিল। তারপরও ব্রিজটি হয়ে গেছে। কীভাবে দুই পাশে সংযোগ দেয়া যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর