ঢাকা-শিলিগুড়ি রুটে ট্রেন চলবে আগামী বছরের ২৬ মার্চ থেকে

আগামী বছরের ২৬ মার্চ থেকে ঢাকা-শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ (বুধবার) ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইসামীর সাথে সৌজন্য সাক্ষাতে রেলভবনে এই কথা জানান তিনি।

সাক্ষাতকালে ভারতের অর্থায়নে বাংলাদেশের রেলখাতে চলমান বিভিন্ন প্রকল্প ও উভয় দেশের রেল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতেই চিলাহাটি-হলদিবাড়ি নতুন লাইন উদ্বোধন ও ট্রেন চালানোর বিষয়ে আলোচনা হয়।

রেলপথ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু রেল সেতুর কাজ আগামী মাসে শুরু হবে। এই সেতুটি নির্মিত হলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার অভূত উন্নতি হবে। এ ছাড়া মিটারগেজ লাইনকে পর্যায়ক্রমে ডুয়েল গেজে রূপান্তর করার প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর