বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন প্রাতিষ্ঠানিক ই-মেইল ঠিকানা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষ তাদের নিয়মিত সকল শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল ঠিকানা সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: ছাদেকুল আরেফিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেল চালু করার কথা ভাবছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রাতিষ্ঠানিক ইমেল তৈরি করার জন্য আমি আইটি বিভাগকে অনুরোধ করেছি।

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক ই-মেইলগুলি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করবে এবং বিভিন্ন একাডেমিক, ব্যবহারিক এবং পেশাগত দক্ষতা অর্জন করবে।”

ঘটনাক্রমে, ববির শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল ই-মেইল দেওয়া সত্ত্বেও এই সুবিধা থেকে বঞ্চিত ছিল।

উল্লেখ্য, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন উপায়ে প্রাতিষ্ঠানিক ই-মেইলের দাবি করে আসছিল।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর