তিতাসে আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে তিতাস আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ভূয়া ডাক্তারকে ৬মাস এবং ডায়াগনস্টিক সেন্টারের মালিককে আটক করে ৩ মাসের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

আজ (বুধবার) বিকাল ৩.৫০.মিনিটে বাতাকান্দি বাজারস্থ আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানম।

এসময় ডায়াগনস্টিক সেন্টারের মালিক উপজেলার চাঁনপুর গ্রামের নোয়াব মিয়ার ছেলে মো. জসিম উদ্দিনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪,৪৫ ও ৫২ ধারা দোষী সাব্যস্ত হইয়া ৩ মাসের বিণাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হইয়াছে অপর আসামী ভূয়া ডাক্তার কুমিল্লার সদর উপজেলার গাঙচর গ্রামের আবদুর রশিদের ছেলে এম এ রশিদ(৪৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৪ ও ৫২ ধারা দোষী সাব্যস্ত হওয়ায় ৬ মাসের বিণাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা তিতাস থানা হাজতে আছে,আগামীকাল বৃহস্পতিবার সকালে কুমিল্লা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন এস আই ইউসুফ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর