ঝিনাইদহের সাগান্না বাওড় ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাওড় ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাগান্না মৎস্য সমিতির কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মাছ মার্কা নিয়ে সাহাজ উদ্দিন, ছাতা মার্কায় ওয়াজেদ আলী ও আনারস মার্কায় তপেস হালদার। ভোট গ্রহণ শেষে সভাপতি নির্বাচিত হন মাছ মার্কা প্রতীকের সাহাজউদ্দিন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মধুসুধন হালদার ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মতলেব হোসেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান অফিসার ওয়ালিউর রহমান, সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্বপালন করেন সহকারি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইউনুস আলী, নির্বাচনের সার্বিক তত্তাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার।

উল্লেখ্য, সাহাজউদ্দিন সাগান্না বাওড় ব্যবস্থাপনা কমিটিতে পঞ্চম বারেরমতো সভাপতি পদে নির্বাচিত হলেন। পূর্ণ 8 প্যানেল বিজয়ী হওয়ায় সভাপতি সাহাজউদ্দিন আগামীতে সুষ্ঠুভাবে বাওড় পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত এই কমিটিকে ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর